ads

প্রাচীন যুগে রাজারা কীভাবে শারীরিক ক্ষমতা ধরে রাখতেন ? গোপন রহস্যটা কী জেনে নিন

পুরাণ হোক বা ইতিহাস। রাজরাজাদের বীরত্বের গাথা নানা ভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু খুব কমই তাঁদের অন্দর মহলের কথা আমরা জানতে পেরেছি। যে কয়েকজন সম্পর্কে জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বহুবিবাহে বিশ্বাসে ছিলেন রাজারা। একজন-দু’জন নয়। একাধিক রানী থাকত তাঁদের। পরবর্তীকালে ভারতে মুসলিম শাসন শুরু হওয়ার পর এই প্রথায় কোন বদল হয়নি। বরং বেড়ে গিয়েছিল। সুলতান বা নবাব-মোঘল-পাঠানরা হারেমে নিজেদের যৌনদাসী রাখতে পচ্ছন্দ করত। এখন মনে প্রশ্ন উঠতে পারে, একজন রাজা এতগুলি রানি বা যৌনদাসীকে নিয়ন্ত্রণ করত কি করে ? প্রাচীনকালে কী মানুষের শারীরিক সক্ষমতা বেশি ছিল ? আজ্ঞে না। তেমনটা নয়। বরং কিছু ওষুধ ব্যবহার করত তারা। খুব সহজলভ্য সেই সব ভেষজ ওষুধ আজও পাওয়া যায়। যা প্রয়োগ করে নিজেদের যৌবন ধরে রাখতেন রাজা-সুলতানরা।

শতবরী/ শতাবর


প্রাচীন ভারতে শতবরী আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হত। শরীরকে মানসিক চাপ মোকাবিলায় সাহায্য করলেও মূলত যৌন রোগের চিকিৎসায় এর বিপুল ব্যবহার। বিশেষ করে পুরুষদের বন্ধ্যাত্ব দূর করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে। এক চামচ মিছিরি ও আধ চামচ শতবরী মিশিয়ে গরুর দুধের সঙ্গে খেতে হবে। তবেই উপকার পাবেন।

কেশর


কেশর হচ্ছে বেগুনি রংয়ের ছয় পাপড়ির একটি ফুলের পুংকেশর। সকালে ঠিক যখন সূর্য ওঠে তখনই ফুল ফোটে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মলিন হয়ে যায়। হাত দিয়ে ফুল থেকে কেশর আলাদা করতে হয়। কেশরের প্রচুর গুণ। রক্ত প্রবাহ ঠিক না হয়ে যাদের যৌনাঙ্গের ঠিক মতো বিস্তার হয় না, তারা রাতে শোওয়ার আগে গরম দুধে এক চিমটে কেশর মিশিয়ে খেলে উপকার পাবেন।

তেঁতুলের দানা


শুক্রানুর বৃদ্ধি ও শরীরের শিরায় রক্ত প্রবাহ ঠিক রেখে উত্তেজনা বাড়াতে তেঁতুলের দানা খুব ভালো কাজ দেয়। তেঁতুলের দানা আগে গুড়ো করে সকাল-বিকেল মিছিরি সাথে মিশিয়ে খেতে হবে।

আমলকী

যাঁদের প্রসাবের সমস্যা আছে বা শরীরে এনার্জি কম তাঁদের জন্য আমলকী মহাষৌধ। আমলকীর পাউডার মিছির জলের সঙ্গে গুলে খেলে উপকার হয়। এটি শুক্রানু বাড়াতেও সাহায্য করে।

অশ্বগন্ধা

পুষ্টিগত সমস্যা থাকলে বা রক্তপ্রবাহ কম হলে অবশ্যই অশ্বগন্ধা খেতে হবে। রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে অশ্বগন্ধা পাউডার মিশিয়ে খেতে হবে।

এইসব ছাড়া সাদা মুসলি ও শিলাজিৎ শরীরে এনার্জি বাড়াতে, বন্ধ্যাত্ব দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই দীর্ঘদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে এইসব ভেষজ উপাদানের উপর ভরসা রাখুন।

No comments:

Powered by Blogger.