কারণে-অকারনে হঠাৎ করে শুরু হয়ে যায় মাথা ব্যথা। সঙ্গে বমি বমি ভাব, খিদে না পাওয়া, কোনও রকম শব্দ বা আলো সহ্য করতে না পারা, সেই সঙ্গে চোখের ব্যথাও। ডাক্তারি ভাষায় এই রোগের নাম মাইগ্রেন। বর্তমান যুগে অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি রোগ। কেন হয় মাইগ্রেন ? এক বা দুটি নয়। এর পিছনে আছে একাধিক কারণ। প্রধানত, দুশ্চিন্তা, মানসিক চাপ, অতিরিক্ত ধুমপান বা মদ্যপান থেকে ঘুম না আসা রোগের বড় কারণ। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব থাকলেও মাইগ্রেন হয়। হজমের সমস্যা অর্থাৎ পেট পরিষ্কার নিয়মিত না থাকলে মাইগ্রেনের অন্যতম কারণ হতে পারে। কারণ অনেক। মাথা ব্যথায় যখন কাবু তখন চিকিৎসা ছাড়া উপায় থাকে না। অনেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় ভরসা রাখেন। ইউটিউবে আয়ুর্বেদিক চিকিৎসক মিহির খাত্রী একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন, রাবড়ি আর জিলিপি রোজ সকালে খেলে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
ads
Subscribe to:
Post Comments
(
Atom
)


No comments: