চুল পড়ে যাওয়া বা পাতলা হয়ে টাকের উদয়, এসব অত্যন্ত সাধারণ ব্যাপার। অতিরিক্ত স্ট্রেস, কাজের চাপ, পরিচর্চার অভাব বা বাজে শ্যাম্পু ব্যবহারে চুল উঠে যাওয়া আজকাল খুব কমন সমস্যা। কমবেশি সবাই এই সমস্যায় ভোগেন। কী করবেন ? কোথায় যাবেন ? হাজার হাজার ওষুধ খেয়েছেন, কাজ হয়নি। আবার নানা ধরণের নামীদামী শ্যাম্পু ব্যবহার করেও দেখেছেন। চুল ঝড়া আটকানোর বদলে আরও বেশি পড়ে গিয়েছে। আপনার সাধের চুল ধীরে ধীরে বিদায় নিচ্ছে। উপায় আছে হাতের নাগালের মধ্যেই। বেশি টাকা খরচের দরকার নেই। খুব কমদামী ক্যাস্টর ওয়েল দিয়েই চুল ঝড়া রুখতে পারবেন। জানুন সঠিক উপায়।
· বেদানার দানা ও খোসা একসঙ্গে বেটে নিন। সরষের তেল মিশিয়ে হাল্কা আঁচে গরম করুন। ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুই-তিনদিন চুলে সেই তেল লাগিয়ে রাখুন। এটা শুধু চুল পড়া রুখবে না, নতুন চুল গজাতে সাহায্য করবে।
· ধনে পাতা বেঁটে নিয়ে সেই রস লাগালে চুল মোলায়েম থাকে। নতুন চুল বের হয়। পাশপাশি, চুল পড়া একদম বন্ধ হয়ে যায়।
· আমলকী শুকিয়ে সেটা ভালো করে গুড়ো করুন। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে মাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
· চুল পড়া রুখতে কালো জিরে খুব উপকারী। খাবারে কালো জিরে খাওয়া বা কালো জিরের তেল মাখলে ভালো ঝলমলে চুল পাবেন।
তবে যাঁদের বংশগত কারণে টাক পড়ছে বা কোন অসুখে চুল ঝড়ে যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে এইসব টোটকা কাজে আসবে না। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কীভাবে ব্যবহার করবেন ?
· ব্যবহারের পদ্ধতি খুব সহজ। ক্যাস্টর ওয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের অংশ মিশিয়ে চুলের গোড়ায় হাল্কাভাবে ম্যাসাজ করুন। যাঁদের বড় চুল তাঁরা একাধিক ক্যাপসুল মেশান। তবে রোজ নয়। রোজ এই ওয়েল লাগালে ক্ষতি হতে পারে। সপ্তাহে একদিন করে টানা আট সপ্তাহ ব্যবহার করুন। রাতে শোওয়ার আগে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। সকালে স্নান করে ধুয়ে ফেলুন। ক্যাস্টর ওয়েল ঘন মধুর মতো চ্যাটচ্যাটে। তাই প্রথম প্রথম ব্যবহারে অসুবিধা হতে পারে। সপ্তাহে একদিন করে চুলের গোড়ায় তেলটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে রাখুন। উপকার পাবেন।· বেদানার দানা ও খোসা একসঙ্গে বেটে নিন। সরষের তেল মিশিয়ে হাল্কা আঁচে গরম করুন। ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। সপ্তাহে দুই-তিনদিন চুলে সেই তেল লাগিয়ে রাখুন। এটা শুধু চুল পড়া রুখবে না, নতুন চুল গজাতে সাহায্য করবে।
· ধনে পাতা বেঁটে নিয়ে সেই রস লাগালে চুল মোলায়েম থাকে। নতুন চুল বের হয়। পাশপাশি, চুল পড়া একদম বন্ধ হয়ে যায়।
· আমলকী শুকিয়ে সেটা ভালো করে গুড়ো করুন। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে মাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
· চুল পড়া রুখতে কালো জিরে খুব উপকারী। খাবারে কালো জিরে খাওয়া বা কালো জিরের তেল মাখলে ভালো ঝলমলে চুল পাবেন।
তবে যাঁদের বংশগত কারণে টাক পড়ছে বা কোন অসুখে চুল ঝড়ে যাচ্ছে, তাঁদের ক্ষেত্রে এইসব টোটকা কাজে আসবে না। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



No comments: